গাড়ি নিয়ে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। দূর থেকে একদল বাঘ দেখতে পেয়ে সে দিকে গাড়ি চালিয়ে ছুটতে শুরু করলেন চালকেরা। বাঘের একেবারে ঘাড়ে উঠে পড়ার মতো অবস্থা হল পর্যটকদের। বিপজ্জনক ভাবে বাঘের কাছাকাছি যেতেই গাড়ি থেকে বাঘের দলের সঙ্গে নিজস্বী তোলার জন্য অধৈর্য হয়ে পড়লেন তাঁরা। পর্যটকের জ্বালায় জঙ্গল পেরোতে পারছিল না বাঘগুলি। পরে কোনও ক্রমে ফাঁক পেয়ে গভীর জঙ্গলে পালিয়ে গেল তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র প্রকল্পে ঘটেছে। গাড়িতে চেপে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। গাড়ি নিয়ে চালকেরা জঙ্গলের এক এক দিকে সাফারি করাচ্ছিলেন। দূর থেকে একদল বাঘকে ঘোরাঘুরি করতে দেখেন গাড়ির চালকেরা। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সে দিকে ছুটে যান তাঁরা। পাঁচটি বাঘ দল বেঁধে জঙ্গল পার করছিল।
ভিডিয়োয় দেখা গেছে, পর্যটকেরা যেন ভাল করে বাঘদর্শন করতে পারেন, সে কারণে চারদিকে গাড়ি দাঁড় করিয়ে বাঘগুলিকে ঘিরে ফেললেন চালকেরা। পর্যটকেরা গাড়ি থেকে ছবি তুলতে শুরু করলেন। এমনকি, কেউ কেউ আবেগ সামলাতে না পেরে বাঘের দলের সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করতে থাকলেন। পর্যটকদের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছিল বাঘগুলি।
আরও পড়ুন:
কোনও ক্রমে ফাঁক খুঁজে সেখান থেকে দৌড়ে পালিয়ে জঙ্গলের গভীরে চলে গেল তারা। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একাংশ পান্না ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। বন্য জন্তুদের এত কাছাকাছি গাড়ি দাঁড় করিয়ে তাদের বিব্রত করলে হিতে বিপরীত হতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।