বেড়াতে গিয়ে যমজ সন্তানদের পার্কের নিরাপত্তারক্ষীর জিম্মায় রেখে ঘুরতে চলে গেলেন এক দম্পতি! ফিরে এসে পার্কের নিরাপত্তারক্ষীর কাছ থেকে যা ব্যবহার পেলেন তার গল্প ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কী ভাবে এত সহজে এক জন অপরিচিত ব্যক্তির কাছে সন্তানদের রেখে যাওয়ার সাহস দেখালেন তা নিয়ে আলোচনার ঢেউ উঠেছে সমাজমাধ্যমে। ঘটনাটি চিনের একটি শতাব্দীপ্রাচীন পার্কের।
আরও পড়ুন:
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, ‘নো সিলান্ট্রো’ নামে এক সমাজমাধ্যম ব্যবহারকারী চিনের গুইয়াংয়ের কিয়ানলিং মাউন্টেন পার্কে ২২ ডিসেম্বরের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, দক্ষিণ এশিয়ার এক তরুণ দম্পতি তাঁদের দুই সন্তানকে স্ট্রলারে চাপিয়ে পার্কে ঘুরতে এসেছিলেন। সেখানে তাঁরা কেবল কারে চড়ে পার্কটি ঘুরে দেখার পরিকল্পনা করেন। যমজ শিশুর স্ট্রলারটি নিয়ে কেবল কারে ভ্রমণ করা সম্ভব ছিল না। ভাষার প্রতিবন্ধকতার কারণে অন্য কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে দম্পতি সন্তানদের চেন নামে মহিলা পার্ক নিরাপত্তারক্ষীর হাতে সঁপে দিয়ে চলে যান। তাঁদের নাম-ঠিকানা কিছুই না জানিয়ে কেবল বিশ্বাসে ভর করে শিশুদের দায়িত্ব নিরাপত্তা কর্মীর উপর কাঁধে চাপিয়ে দেন তাঁরা।
আরও পড়ুন:
গোলাপি টুপি এবং কম্বলে মোড়ানো শিশু দু’টির বয়স পাঁচ মাসের কাছাকাছি। শীঘ্রই তারা কান্না জুড়ে দেয়। কান্না শুনে এগিয়ে আসেন অন্যান্য ভ্রমণকারীরা। তাঁরাও শিশু দু’টিকে শান্ত করার চেষ্টা করেন। চেন তাদের দুধ খাওয়ান। এক শিশুর ডায়পার বদলানোর প্রয়োজন পড়ায় ভিড়ের মধ্যে থেকে এক মহিলা দ্বিধা ছাড়াই এগিয়ে আসেন। তিনি ডায়পার পাল্টে দেন। বেশ কিছু ক্ষণ পেরিয়ে যাওয়ার পর শিশুদের মা-বাবা আইসক্রিম হাতে ফিরে আসেন। চিনা ভাষায় ধন্যবাদ জানান চেনকে। তার পর শিশুদের নিয়ে পার্ক থেকে চলে যান তাঁরা।