ব্যবসা করে উপার্জন করেন তরুণ। নির্দিষ্ট সময়ে করও দিয়ে ফেলেছেন তিনি। তবুও দিনরাত হয়রানির শিকার হচ্ছেন তিনি। রাজ্যের পরিষেবা কর দফতরের আধিকারিকেরা বার বার হয়রান করছেন তাঁকে। তিতিবিরক্ত হয়ে দফতরেই জামা খুলে বসে পড়লেন ব্যবসায়ী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
শুক্রবার ঘটনাটি উত্তরপ্রদেশের মোহননগর এলাকায় ঘটেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, অফিসের কর্মীর প্রতি রেগে গিয়ে চিৎকার করছেন তরুণ। তাঁর অভিযোগ, সরকারি কর্মীরা তাঁকে অকারণে বিরক্ত করছেন। তাই শার্ট খুলে মেঝের উপর বসে পড়লেন তিনি। তরুণের নাম অক্ষয় জৈন। লোহার ব্যবসা রয়েছে অক্ষয়ের। তিনি দাবি করেছেন, যথা সময়ে করের টাকা দিয়েছেন অক্ষয় তবুও অকারণে তাঁর কাছে মোটা জরিমানা ধার্য করেছেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন:
রাস্তায় তাঁর গাড়িও আটকে দিয়েছেন পরিষেবা কর দফতরের কয়েকজন কর্মী। অক্ষয়ের অভিযোগ, তাঁর কাছে দু’লক্ষ টাকা জরিমানা হিসাবে চেয়েছেন কয়েকজন কর্মী। দফতরে গিয়ে তা নিয়েই প্রতিবাদ জানিয়েছেন অক্ষয়। তাঁর কাছে অত টাকা নেই বলে দফতরে উপস্থিত কর্মীদের সামনেই জামাকাপড় খুলতে শুরু করেন তিনি। শার্ট, প্যান্ট, জুতো, গেঞ্জি খুলে মেঝেতে বসে পড়েন অক্ষয়। ভিডিয়োটি দেখে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। তবে এই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি।