এক তরুণের মৃত্যুর প্রতিবাদ জানাতে তাঁরই মৃতদেহ অ্যাম্বুল্যান্স থেকে ছুড়ে ফেলে দিলেন পরিবারের সদস্যেরা। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার ঘটনা। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময়ে একটি অ্যাম্বুলেন্স থেকে দেহটি ঠেলে নামিয়ে দিয়ে জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করা হয়। একটি ভিডিয়োয় ধরা পড়েছে অ্যাম্বুল্যান্স মৃতদেহটিকে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে হইচই পড়েছে বিভিন্ন মহলে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ১ অগস্ট গোন্ডার দেহাত কোতোয়ালি থানার অন্তর্গত বলপুর জাট গ্রামে মদের দোকানে লেনদেন নিয়ে দু’পক্ষের বিবাদ হয়। সেই ঝামেলায় ২৪ বছর বয়সি হৃদয় লাল নামের এক তরুণ গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য লখনউতে নিয়ে যাওয়া হয়েছিল। গত মঙ্গলবার তিনি মারা যান। তার মৃত্যুর খবরে গ্রাম জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। পরিবার এবং স্থানীয়েরা ঘটনার প্রতিবাদে লখনউ-গোন্ডা জাতীয় সড়ক অবরোধ করেন।
পুলিশ ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। সেই সময় লখনউ থেকে হৃদয় লালের মৃতদেহ নিয়ে আসা একটি অ্যাম্বুল্যান্সকে দ্রুত গতিতে ছুটে আসতে দেখা যায়। গাড়ির দরজায় ঝুলছিল হৃদয়ের দেহটি। স্ট্রেচারে থাকা মৃতদেহটি ঠেলে ফেলে দেওয়ার পর অ্যাম্বুল্যান্সটি দ্রুত চলে যায়। ভয়াবহ মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং স্বল্প সময়ের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ রাস্তা থেকে মৃতদেহ সরিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সারে। পরে পুলিশের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। পুলিশ এই মামলায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।