আবাসনের জানলায় বসে খেলাধুলা করছিল চার বছরের এক শিশুকন্যা। হঠাৎ সেখান থেকে পা পিছলে পড়ে যায় সে। ২১তলার জানলা থেকে নীচে পড়ে বরাতজোরে প্রাণে বেঁচে যায় সে। ১৫তলার লাগোয়া একটি ছাউনির উপর পড়ে ওই শিশুটি। জোর শব্দ শুনে সেখানে ছুটে যান আবাসনের এক বাসিন্দা। বারান্দা থেকে হাত বাড়িয়ে একরত্তিকে ধরে ফেলেন তিনি।
প্রতিবেশীর হাত ধরে কিছু ক্ষণ ঝুলে থাকে চার বছরের শিশু। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুকন্যাকে উদ্ধার করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, উঁচু আবাসনের বারান্দা থেকে বাইরে হাত বাড়িয়ে রয়েছেন এক মহিলা। তাঁর হাত ধরে বাইরে ঝুলে রয়েছে এক শিশুকন্যা। গত ১৭ সেপ্টেম্বর এই ঘটনাটি চিনের হুনান প্রদেশে ঘটেছে ঘটনাটি। ওই মহিলার নাম ইউ। আবাসনের ১৫তলায় পুত্রের সঙ্গে থাকেন ইউ। সকালের কাজকর্ম সারার সময় হঠাৎ জোর শব্দ শুনতে পান তিনি। কী হয়েছে তা দেখতে ঘরের জানলা দিয়ে উঁকি মারেন ইউ। তখনই ভয়ে কেঁপে ওঠেন তিনি।
আরও পড়ুন:
ইউ দেখতে পান, তাঁদের ঘরের বারান্দা লাগোয়া ছাউনি থেকে কোনও রকমে ঝুলে রয়েছে এক শিশু। সঙ্গে সঙ্গে বারান্দায় ছুটে যান তিনি। রেলিংঘেরা বারান্দা থেকে হাত বাড়িয়ে শিশুটিকে ধরেন ইউ। তার পর চিৎকার করে ছেলেকে ডাকেন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীদের খবর পাঠালেন ইউয়ের পুত্র। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন।
আসলে, ইউ যে আবাসনে থাকেন, তার ২১তলার বাসিন্দা ওই শিশুকন্যা। জানলার ধারে খেলাধুলা করার সময় পা পিছলে ২১তলা থেকে পড়ে যায় সে। কিন্তু ভাগ্য সহায় হয় একরত্তির। ১৫তলার লাগোয়া ছাউনিতে আটকে যায় সে। শব্দ পেয়ে সেখানে ছুটে যান প্রতিবেশী ইউ।
উদ্ধারকর্মীদের না পৌঁছোনো পর্যন্ত শিশুকন্যাকে শক্ত করে ধরেছিলেন ইউ। পরে উদ্ধারকর্মীরা শিশুকে সেখান থেকে নিরাপদে উদ্ধার করেন। জানা গিয়েছে, দীর্ঘ ক্ষণ হাত ধরে ঝুলে থাকার ফলে শিশুর হাতে সামান্য আঘাত লেগেছে। হাতে চোট পেয়েছেন ইউও। তবে প্রাথমিক চিকিৎসা করানোর পর দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।