গাড়ির বনেটের উপর চুপচাপ দাঁড়িয়েছিল একটি পাখি। দূর থেকে তা লক্ষ করেছিল তিনটি বিড়াল। শিকার দেখে আর তর সইল না তাদের। চটজলদি নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে ফেলল তিনটি বিড়াল। পাখিটিকে কী ভাবে একসঙ্গে ধরবে সেই ফন্দি এঁটে ফেলল সকলে। গুটি গুটি পা ফেলে যখন পাখিটির গায়ে থাবা বসাতে যাবে, ঠিক তখনই পাখিটি ফুরুৎ করে উড়ে গেল। বোকার মতো শিকারকে ফস্কে যেতে দেখল তিনটি বিড়াল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘উইয়ার্ডক্যাটঅরা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে রয়েছে এক পাখি। গাড়ির সামনের চাকা ধরে ঝুলছে তিনটি বিড়াল। পাখিটির উপর হঠাৎ আক্রমণ করবে বলে বিড়াল তিনটি লুকিয়ে রয়েছে।
সুযোগ বুঝে একটি বিড়াল বনেটের উপর উঠে পড়ল। পাখির গায়ে থাবা বসাতে যাবার মুহূর্তে চমকে গেল বিড়ালটি। ফুরুৎ করে পাখিটি উড়ে সেখান থেকে পালিয়ে গেল। ধূর্ত পাখিটি তিন শিকারির উপস্থিতি আগে থেকেই টের পেয়েছিল। তাদের জব্দ করার অপেক্ষায় ছিল সে। শিকার ফস্কে যাওয়ায় বোকার মতো আকাশের দিকে তাকিয়ে থাকল তারা।