মাঝজঙ্গলের জলাশয়ে জলপান করতে নেমেছিল মহিষের দল। সেখানে শিকার ধরার জন্য ঘাপটি মেরে ছিল একটি কুমির। তা লক্ষ করেনি একদল মহিষ। একটি বুনো মহিষের অন্যমনস্কতার সুযোগ নিয়ে জল থেকে তার উপর লাফিয়ে পড়ল কুমিরটি। মহিষের মুখে দাঁত বসিয়ে দিল সে। মহিষটিও যন্ত্রণায় চিৎকার করতে শুরু করল। প্রাণ বাঁচানোর জন্য জল ছেড়ে ডাঙায় উঠে পড়ল মহিষটি।
আরও পড়ুন:
নাছোড়বান্দা হিংস্র শিকারিকেও টেনেহিঁচড়ে তুলল ডাঙায়। বহু চেষ্টার পর কুমিরের হাত থেকে রক্ষা পেল মহিষটি। শিকার ফস্কে যাওয়ার পর আবার জলাশয়ে নিজের শরীর ডুবিয়ে দিল কুমিরটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কিলিংইয়োটা_সাফারিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মহিষকে শিকার করেছে এক কুমির। মহিষটি প্রাণপণে ছটফট করলেও কুমিরটি তাকে ছাড়ার নাম করছে না। কুমিরের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য সে পিছু হটতে শুরু করল। কুমিরটিকেও টেনেহিঁচড়ে ডাঙায় তুলে ফেলল সে। এই অসম লড়াইয়ে অবশেষে হার মানল কুমিরটি, প্রাণে রক্ষা পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল মহিষটি।
কুমিরটিও আবার জলাশয়ে নেমে পড়ল। আফ্রিকার জঙ্গলে সাফারি করতে গিয়ে এই দৃশ্য ধরা পড়েছে পর্যটকদের ক্যামেরায়। সেখানকার একটি জলাশয়ে জলপান করতে নেমেছিল মহিষের দল। সেখানেই ঘাপটি মেরে ছিল একটি কুমির। সুযোগ পেয়ে এক বুনো মহিষের মুখে কামড় বসিয়ে দেয় সে। বিপদ বুঝতে পেরে জলাশয় থেকে ছুটে পালায় অন্য মহিষেরা। বন্ধুকে সাহায্য করতে না পারলেও তাকে একা ফেলে পালিয়ে যেতে পারছিল না তারা। কুমিরের হাত থেকে রক্ষা পেতে মহিষটি পিছু হটতে শুরু করে। পিছিয়ে গিয়ে জলাশয় ছেড়ে ডাঙায় উঠে পড়ে।
আরও পড়ুন:
কুমিরটিও হাল ছাড়বার পাত্র নয়। মহিষের মুখে শক্ত করে কামড় বসিয়ে রেখেছিল সে। সেই কারণে মহিষটিও টেনেহিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে যায়। কুমিরের কবল থেকে নিজের মুখটি বার করার চেষ্টা করে সে। অবশেষে বহু ক্ষণ টান দেওয়ার পর কুমিরের মুখ থেকে শিকার ফস্কে যায়। রেহাই পেয়ে তাড়াতাড়ি দলের মধ্যে ভিড়ে গিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় মহিষটি। কুমিরটিও মনের দুঃখে জলাশয়ে নেমে পড়ে।