ট্রেনের প্যান্ট্রি কারে জলের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে। সেই ঘটনার প্রতিবাদ করতেই জুটল প্রহার। রেল সফরকালে এমনই অভিযোগ তুললেন এক যাত্রী। ২০ টাকা দামের জলের বোতলের দাম বেশি নেওয়ার প্রতিবাদ জানাতেই তাঁর ফোন ছিনিয়ে নিয়ে মারধর করার অভিযোগ উঠল রেলকর্মীদের বিরুদ্ধে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় এক তরুণ অভিযোগ তুলেছেন জলের দাম বেশি এই কথা জানাতেই তাঁর উপর চড়াও হন প্যান্ট্রি কারের কর্মীরা। যাত্রী দেখান যে প্যান্ট্রি কর্মীরা তাঁকে মারধর করেছেন। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে গ্বালিয়র যাওয়ার পথে গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেসে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রথমে দাম নিয়ে বচসা বাধে ওই যাত্রী এবং রেলের কর্মীদের। অভিযোগ, কিছু ক্ষণের মধ্যে কিছু কর্মী গিয়ে যাত্রীকে ঘিরে ধরেন। শুরু হয় মারধর। ভিডিয়োয় যাত্রী দাবি করেন মেরে তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। তাঁর ফোনটিও কেড়ে রাখেন এক কর্মী। যাত্রীর বক্তব্য, তিনি যখন জলের বিষয়ে অভিযোগ করতে যান, তখন প্যান্ট্রির কর্মীরা রেগে যান। তিনি এই ঘটনাটি ফোনে রেকর্ড করতেই কর্মীরা তাঁর ফোন কেড়ে নিয়ে তা মুছে ফেলে দেন বলে দাবি করেন ওই যাত্রী।
এই ঘটনার পর রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন প্রহৃত যাত্রী। ‘সরফরাজ়জৈন’ নামের এক্স হ্যান্ডলের সেই পোস্টে লেখা হয়েছে, ‘‘প্যান্ট্রিতে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগ করেছিলাম এবং এর বিনিময়ে দু’জন টিকিট পরীক্ষক এবং দু’জন আরপিএফ আমায় নির্মম ভাবে মারধর করে। আমি ন্যায়বিচার দাবি করছি।’’ ভিডিয়ো দেখে রেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি এখনও পর্যন্ত ১০ লক্ষ বার দেখা হয়েছে। সাড়ে ২৩ হাজারের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়।