Advertisement
E-Paper

গাড়িতে সামান্য ধাক্কা থেকে বচসার জের, কাটারি হাতে গাড়িচালককে তাড়া প্রৌঢ়ার! প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

জম্মু তাওয়াই জাতীয় সড়কে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক প্রৌঢ়া ও তাঁর স্বামী। অন্য একটি গাড়ি এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। দু’পক্ষের কথা কাটাকাটি শুরু হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৬:২০
brawl between a woman and a driver over a minor traffic dispute

ছবি: সংগৃহীত।

গাড়িতে ধাক্কা লাগা নিয়ে সামান্য বচসা। সেই বচসা গড়াল সংঘর্ষে। কাটারি নিয়ে এক গাড়িচালককে আক্রমণ করতে উদ্যত হলেন এক প্রৌঢ়া। জম্মুর ক্যানাল রোডে অস্ত্র নিয়ে ওই মহিলাকে ছুটে যেতে থমকে দাঁড়ান পথচারীরা। পথচলতি ছোট বিবাদ হিংসাত্মক পরিস্থিতিতে বদলে যায় দ্রুত। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। কবে এই ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়ো থেকে। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কাটারি নিয়ে তেড়ে যাওয়া প্রৌঢ়ার স্বামী জম্মু তাওয়াই জাতীয় সড়কে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অন্য একটি গাড়ি এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। দু’পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। তখনই গাড়ি থেকে একটি কাটারি বার করে আনেন মহিলা। ভিডিয়োয় দেখা গিয়েছে হলুদ সালওয়ার কামিজ ও কমলা রঙের ওড়না পরিহিতা প্রৌঢ়া এক গাড়িচালকের কলার চেপে কাটারি দিয়ে কোপ মারতে উদ্যত হয়েছেন।

এক্স হ্যান্ডলে ‘ভিজ়পুনীত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝগড়ার সময় মহিলা চিৎকার করে অন্য গাড়ির চালককে হুমকি দিচ্ছেন। তিনি অভিযোগ করেন যে গাড়িচালক তাঁর অসুস্থ স্বামীকে প্রথমে আক্রমণ করেছেন। প্রৌঢ়ার হাতে অস্ত্র দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর যায় পুলিশে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে নিরস্ত করেন। উভয় চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy