কলেজে ক্লাস নিচ্ছিলেন অধ্যাপিকা। হঠাৎ করেই তাঁর মাথায় ভেঙে পড়ল পাখা। মারাত্মক জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। গত সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কালিন্দি কলেজে। সহকারী অধ্যাপিকার মাথায় পাখা ভেঙে পড়ার ঘটনাটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, কম্পিউটার সায়েন্স বিভাগে ক্লাস নিচ্ছিলেন অধ্যাপিকা। কলেজের ৩২ নম্বর কক্ষের একটি পাখা দুর্ঘটনাবশত খুলে তাঁর মাথায় ভেঙে পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, যন্ত্রণায় মাথা চেপে ধরে আছেন অধ্যাপক। তাঁকে ঘিরে রয়েছেন কলেজের ছাত্রীরা। ভাঙা পাখাটি মেঝেয় পড়ে আছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, সঙ্গে সঙ্গে অধ্যাপিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন সুস্থ আছেন। এই ঘটনার পর কলেজের সমস্ত ক্লাসরুমের পাখা ও অন্যান্য পরিকাঠামো পরীক্ষা করার কাজ চলছে। প্রয়োজনে সেগুলি মেরামত করা বা পাল্টে দেওয়া হচ্ছে বসে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের মেরামত ও পরিকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছে কালিন্দী কলেজ ছাত্র সংগঠন।
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সভাপতি একটি ভিডিয়ো বার্তায় এই ঘটনার নিন্দা করেছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন মাসের মধ্যে জরাজীর্ণ কলেজ ভবনগুলি চিহ্নিত করে তা সংস্কারের জন্য একটি কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তিনি। ঘটনায় কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার ঘটেছে। ক্লাসে এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কে ভুগছেন অনেকেই। ভিডিয়োটি ‘রিয়্যালডুএইড’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ঘটনা দেখে অনেকেই শিউরে উঠেছেন। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। তিন দিন আগে পোস্ট করা ভিডিয়োটি ৭৭ হাজারের বেশি লাইক জমা পড়েছে।