খাঁচার ভিতর পাশ ফিরে শুয়ে আছে বিশাল এক শার্দুল। লম্বায় পাঁচ ফুটেরও বেশি। তার সামনে দাঁড়িয়ে খাঁচায় হাত ঢুকিয়ে তাকে আদর করতে গিয়েছিলেন এক তরুণ। উত্ত্যক্ত করার চেষ্টা করে কেরামতি দেখাতে গিয়ে বিপদে পড়লেন যুবক। ভাগ্য ভাল থাকায় হাতটি বাঘের পেটে যায়নি তাঁর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খাঁচার ভিতরে বন্দি রয়েছে বিশাল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। নীল কুর্তা-পাজামা পরা এক তরুণ সেই খাঁচার সামনে এসে ফাঁকা অংশ দিয়ে হাত ঢুকিয়ে বাঘের কানটি ধরার চেষ্টা করেন। আবার কখনও পিঠে হাত দিয়ে তাকে নাগাড়ে খোঁচানোর চেষ্টা করছিলেন ওই তরুণ। আচমকাই তাঁর হাতটি আটকে যায় খাঁচায় দুটি গরাদের মাঝে। টানাটানি করেও তিনি হাতটি বার করে আনতে পারছিলেন না। ভাগ্য ভাল সেই সময় বাঘটি শুয়ে বিশ্রাম নিচ্ছিল উল্টো দিকে মুখ ঘুরিয়ে। তাই অল্পের জন্য হাত খোয়াতে খোয়াতেও বেঁচে গিয়েছেন তরুণ। খানিক ক্ষণ টানাটানির পর হাতটি খাঁচা থেকে বার করে আনতে সমর্থ হন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওগ্লোব’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই কয়েক লক্ষ নেটমাধ্যম ব্যবহারকারী দেখেছেন ভিডিয়োটি। ১ লক্ষ ৪৪ হাজার লাইক জমা পড়েছে ভিডিয়োয় এবং মন্তব্যেরও বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন যুবকের কাণ্ড দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যেমন কর্ম, তেমন ফল। যুবক উচিত শিক্ষা পেয়েছেন। আর কোনও দিন কোনও হিংস্র প্রাণীকে উত্ত্যক্ত করবেন না।’’