ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেল তেল আভিভের স্টক এক্সচেঞ্জ। ইরানের ছোড়া কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ইজরায়েলের শেয়ার মার্কেটের বহুতলটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আল জাজিরা-সহ বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম। ইরানের সঙ্গে যুদ্ধ চলছে ইজ়রায়েলের। হাসপাতাল-সহ একাধিক বহুতল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর ইজ়রায়েলের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত হানার চেষ্টায় ইরান স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তেল আভিভের স্টক এক্সচেঞ্জটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত। বহুতলের কাচের জানলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহুতলটি। স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়ে ইজ়রায়েলকে কোণঠাসা করতে চাইলেও সেই উদ্দেশ্য অবশ্য সফল হয়নি ইরানের। বৃহস্পতিবার ইরানের হামলার পরও তেল আভিভের স্টক মার্কেটে তেমন বড়সড় প্রভাব পড়েনি। ১৯ জুন স্টকের সূচক ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল বলে জানা গিয়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইজ়রায়েলের স্টক মার্কেট স্থিতিশীল অবস্থা ধরে রেখেছে। তেল আভিভ স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক ০.৫ শতাংশ বেড়ে ৫২ সপ্তাহে সর্বোচ্চ ২,৫৭৪.৮৯ পয়েন্টে পৌঁছে যায়।
সংবাদ সংস্থা এএফপি ইজ়রায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দক্ষিণ ইজ়রায়েলের একটি হাসপাতাল এবং তেল আভিভের কাছে দু’টি শহরে হামলা চালানো হয়েছে বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।