ভারতে বেড়াতে এসেছিলেন বিদেশি ভ্রমণ ভ্লগার। উদ্দেশ্য ভারতীয় জীবনযাত্রা ও সংস্কৃতি ক্যামেরাবন্দি করে তা সমাজমাধ্যমে প্রকাশ করা। সেই কারণে তিনি দেশের শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন। অটোয় চড়ে বসতেই সেই আমেরিকান তরুণ মুখোমুখি হলেন অদ্ভুত অভিজ্ঞতার। অটোচালকের মুখের বাণী শুনে হতবাক বিষয়স্রষ্টা তরুণ। সেই ঘটনাটি ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে অটোচালকের সঙ্গে কথোপকথন চালাচ্ছেন জে নামের বিষয়স্রষ্টা তরুণ। অটোচালক তরুণ তাঁর কাছে জানতে চান জে ক’টি ভাষা বলতে পারেন। জে জানান তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন। এর পর যা ঘটে তাতে অবাক হয়ে যান জে। গোটা কথোপকথনটিই ইংরেজিতে চলছিল। হঠাৎ করে একটি অন্য ভাষায় কথা বলতে শুরু করেন অটোচালক। ৫ সেকেন্ড তাঁর কথা বুঝতে না পারলেও পরে সেই ভাষাতেই দু’জনে বার্তালাপ চালিয়ে যান। অটোচালক সাবলীল ফরাসি ভাষায় কথা বলে তাঁকে অবাক করে দেন।
প্রথমে অটোচালকের ফরাসি উচ্চারণ বুঝতে পারেননি জে। পরে অটোচালক সহজ ভাষায় কথাটি পুনরাবৃত্তি করেন। জে সেই কথাটি বুঝতে পারেন। অটোচালক তাঁকে ফরাসি ভাষায় একটি বাক্যাংশও শোনান। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ১৩ লক্ষ বার দেখা হয়েছে। নেটাগরিকেরা ভারতীয় অটোচালকের ভাষার দক্ষতা দেখে এক দিকে যেমন অবাক হয়েছেন তেমনই মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যমে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘অটোচালক মানেই তিনি অশিক্ষিত, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’’ দ্বিতীয় নেটমাধ্যম ব্যবহারকারীর মন্তব্য, ‘‘আমাদের দেশে প্রচুর প্রতিভা আছে। ভারতে স্বাগতম, ভাই।’’