দুর্গম পথ অতিক্রম করেই তো পাওয়া যাবে জয়লাভের আনন্দ। তাই কঠিন কাজ সারবে বলে জেদ ধরে বসল খুদে হাতি। কাদার ‘পাহাড়’ পার করে সে শীর্ষে পৌঁছবেই. তাই অনবরত সেই উঁচু জায়গায় চড়ার চেষ্টা করতে থাকল সে। বার বার পা পিছলে পড়েও যাচ্ছিল হাতির ছানা। কিন্তু হাল ছাড়ার পাত্র সে নয়। ক্রমাগত চেষ্টা করে যাওয়ার পর অবশেষে জয়লাভ হল হস্তীশাবকের। উপরে উঠে শুঁড় তুলে, মাথা দুলিয়ে নাচ করতে শুরু করে দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাটিতে সামান্য উঁচু জায়গায় বার বার ওঠার চেষ্টা করছে একটি হস্তীশাবক। খালি চোখে দেখলে জায়গাটি খানিকটা উঁচু হলেও খুদে হাতির কাছে তা-ই পর্বতসমান। পুরো জায়গাটি কাদায় ভরা। সেখান দিয়েই বার বার যাওয়ার চেষ্টা করছে হাতিটি। পা পিছলে আবার নীচে নেমে পড়ছে সে।
বিরক্ত হয়ে হাঁটু মুড়ে বসে পড়ল সে। তার পর সামনের দুই পায়ের পাশাপাশি মুখে ভর দিয়েও উপরে ওঠার যারপরনাই চেষ্টা করল খুদে। ব্যর্থ হয়ে মুখ ফিরিয়ে অন্য দিকে হাঁটা লাগাল হাতিটি। কিন্তু আবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল সে। এ বার কিছুটা সরে গিয়ে অন্য প্রান্ত থেকে উপরে ওঠার চেষ্টা করল হাতির ছানা। বার কয়েক পিছলে যাওয়ার পর অবেশেষে ‘শৃঙ্গ জয়’ করল সে। আনন্দ আর ধরে রাখতে পারল না হাতিটি। শুঁড় তুলে, মাথা দুলিয়ে নাচ করতে শুরু করে দিল সে। তার পর আবার পিছল পথে নীচে নেমে পড়ল বাচ্চা হাতি।