গানের তালে তালে শরীর দুলিয়ে নাচছে হাতির শাবক। মাঝে মধ্যে কান, মাথা এবং পা-ও নাচাচ্ছে! মন ভাল করা এমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তবে সেই ভিডিয়ো নিয়েও তৈরি হয়েছে বিতর্কও। হইচই পড়েছে। কিন্তু এমন একটি ভিডিয়োকে কেন্দ্র করে কিসের এত বিতর্ক? নেটাগরিকদের একাংশের দাবি, গান শুনে মনের আনন্দে নাচছে হাতিটি। অন্য একাংশের দাবি, হাতিটি চরম কষ্টে আছে এবং ওই নাচ সেই কষ্টেরই বহিঃপ্রকাশ। যদিও বিতর্কিত সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘেরা জায়গার মধ্যে দাঁড়িয়ে নাচছে একটি হস্তীশাবক। তামিল গানের তালে তাল মিলিয়ে শরীর দোলাচ্ছে সে। মাঝেমধ্যে মাথা-সহ শরীরের বাকি অঙ্গগুলিও দোলাচ্ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
গত ৭ ফেব্রুয়ারি ‘গার্গী ভচ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। সেই পোস্টে লেখা, ‘‘উপহার হিসাবে তিরুচেন্দুর মুরুগান মন্দির কর্তৃপক্ষকে একটি হস্তীশাবক দিয়েছেন গুরুভায়ুর মন্দির কর্তৃপক্ষ। হাতিটি নাচতে ভালবাসে।’’ ইতিমধ্যেই দেড় কোটির বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে আনন্দ প্রকাশ করলেও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। নেটাগরিকদের অনেকেরই দাবি, প্রচণ্ড চাপের মধ্যে থাকলে হাতিকে এ ভাবে নাচতে দেখা যায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কয়েক দিন আগে আমি এক জন বন্যপ্রাণী বিশেষজ্ঞের কাছ থেকে জানতে পারি যে, মানসিক চাপে থাকলে হাতি এ ভাবে গা দোলায়। এটি কখনওই নাচ নয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হাতিটি নাচছে না কষ্ট পাচ্ছে, তা নিয়ে আমি একদমই নিশ্চিত নই।’’