বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষে জমা হয়েছে অতিথিদের ভিড়। সকলেই নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছেন। অতিথিদের জমায়েতের মাঝেই অনুষ্ঠানে গাড়ি ‘ক্র্যাশ’ করে ফেলল খুদে। চালকের আসনে বসে ঘুমে একেবারে কাদা হয়ে গেল সে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এএফভিঅফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি রিমোট কন্ট্রোল গাড়ির চালকের আসনে সাজুগুজু করে বসে রয়েছে এক খুদে। কিন্তু বিয়েবাড়ির জাঁকজমক দেখছেই না সে।
চালকের আসনে বসে এক দিকে ঘাড় নামিয়ে ঘুমে একেবারে কাদা হয়ে পড়েছে বাচ্চাটি। ঘুমের ঘোরেই মাঝেমধ্যে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে সে। কিন্তু ঘুম আর ভাঙছে না তার। গাড়িটি নিজের মতোই এগিয়ে যাচ্ছে। ছোট্ট শিশুর এই কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়লেন অতিথিরা।
কেউ কেউ আবার এই মিষ্টি মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে শুরু করলেন। তার পর এক জন তরুণী এগিয়ে গিয়ে সেই শিশুর ঘাড় সোজা করে দিলেন। পিছন থেকে খুদের হাত ধরে টানলেন এক ব্যক্তিও। সকলের ডাকাডাকিতে উঠে বসল খুদে। ঘুমও উড়ে গেল তার।