বাড়ির সামনে একটি লাল রঙের স্যুটকেস রেখেছিলেন এক ব্যক্তি। সদর দরজা বন্ধ ছিল তাঁর। জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে সেই বাড়িটির সামনে পৌঁছে গিয়েছিল একটি মস্ত বড় ভালুক। স্যুটকেসের দিকে নজর পড়ে তার। বিন্দুমাত্র দেরি করে না সে। সুযোগ পেতেই সেই স্যুটকেসটি তুলে জঙ্গলের দিকে পালিয়ে যায় ভালুকটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘হুইসলার.ব্লোয়ার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাড়ির সামনে রাখা ছিল লাল রঙের একটি স্যুটকেস। বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটি ভালুক। স্যুটকেসটি মন দিয়ে দেখছিল সে। তার পর স্যুটকেসের গায়ে দাঁত বসিয়ে দিল ভালুকটি।
মুখ দিয়ে স্যুটকেসটি তুলে পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। তার পর লাল স্যুটকেসটি নিয়ে দৌড়ে পালাল ভালুকটি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। ভালুকের ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘স্যুটকেস চুরি করে দিব্যি পালিয়ে যাচ্ছে ভালুকটি। চোর কোথাকার!’’