ভয়ে চিৎকার করছিলেন মহিলা যাত্রীরা। সিটের উপর দাঁড়িয়ে পড়েছিলেন অনেকে। কেউ কেউ আবার সিটের ধারে লোহার রড ধরেও ঝুলে পড়েছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় মেট্রোর কামরার ভিতরের এমনই একটি দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। মহিলা যাত্রীদের অধিকাংশের দাবি, মেট্রোর কামরার ভিতর ঢুকে পড়েছিল একটি সাপ।
আরও পড়ুন:
মহিলাদের আসনের নীচেই সেই সাপটি নাকি ঘোরাফেরা করছিল। সাপের ভয়ে আতঙ্কিত হয়ে সিটের উপর দাঁড়িয়ে পড়েছিলেন যাত্রীদের অনেকে। এক তরুণী আবার লোহার রড ধরে ঝুলে পড়ে মেট্রো থামানোর জন্য আপৎকালীন সুইচ টিপেছিলেন। যাত্রীদের অভিযোগ শুনে কামরার ভিতর চিরুনিতল্লাশি চালান মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের তরফে জানানো হয়েছে যে, মেট্রোর ভিতর তন্নতন্ন করে খুঁজে একটি সরীসৃপের দেখা পেয়েছেন তাঁরা। কিন্তু সেই সরীসৃপটি সাপ নয়।
‘চৌহানকীর্তি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল যে, মহিলা যাত্রীরা ভয়ে চেঁচামেচি করছেন। সকলের চোখেমুখে ভয়ের ছাপ। মহিলা যাত্রীদের অনেকেই সিটের উপর দাঁড়িয়ে পড়েছেন। ‘সাপ ঢুকে পড়েছে’ বলে চিৎকার করছিলেন তাঁরা। এই ঘটনাটি দিল্লির মেট্রোয় ঘটেছে বলে জানা যায়।
আরও পড়ুন:
শুক্রবার দিল্লির মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অক্ষরধাম স্টেশনে সেই মেট্রোটিকে দাঁড় করানো হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো মেট্রোটি ফাঁকা করে সেটিকে ডিপোয় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে মেট্রোর ভিতর চিরুনিতল্লাশি চালান কর্মীরা। অনেক খুঁজেও কোনও কামরা থেকে সাপ পাননি তাঁরা। বরং একটি কামরা থেকে ছোট একটি টিকটিকি খুঁজে পেয়েছেন বলে জানান মেট্রো কর্তৃপক্ষ।