জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তরুণী। বিয়ের এই শুভ দিনের জন্য বহু দিন আগে থেকেই স্বপ্ন দেখেছেন তিনি। সমস্ত পরিকল্পনা আগে থেকেই করা তাঁর। কিন্তু তাঁর স্বপ্নে জল ঢেলে দিলেন ডিজে। কনে যখন বরের দিকে নাচ করতে করতে এগিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় ভুল গান চালিয়ে দিলেন তিনি। কনের মাথা গেল গরম হয়ে। সকলের সামনে মুখ গম্ভীর করে ডিজে-কে বকা দিলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লাইফ_উইথ_আদিশা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লাল লেহঙ্গা পরে কনের সাজে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁকে ঘিরে রয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। মঞ্চের ও পারে দাঁড়িয়ে রয়েছেন তরুণীর জীবনসঙ্গী। রোম্যান্টিক গানে নাচ করতে করতে সে দিকেই এগিয়ে যাওয়ার কথা ছিল তরুণীর। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিলেন ডিজে। অনুষ্ঠানে কখন, কোন গান বাজানো হবে সে দায়িত্বে ছিলেন ডিজে।
কনের ‘এন্ট্রি’র সময় একটি রোম্যান্টিক গান বাজানোর কথা ছিল তাঁর। তরুণী সেই গানের সঙ্গে নাচার জন্য প্রস্তুতও হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে ভুল করে অন্য গান চালিয়ে ফেলেন ডিজে। কনের চোখেমুখে তখন ফুটে উঠেছে বিরক্তির ছাপ। বার বার ইশারা করে গান বদল করার জন্য অনুরোধ করছেন তিনি। কিন্তু তখনও ভুল গানটিই বেজে চলেছে। শেষে রেগেমেগে অতিথিদের সামনে ইশারা করে গান বন্ধ করে দিতে বললেন তরুণী।