অন্দরমহল থেকে বেরিয়ে বাড়ির পিছনের ঘরে গিয়েছিলেন তরুণ। কিন্তু বাড়ির পিছনে গিয়েই পিলে চমকে গেল তাঁর। দেওয়ালে একটি টিকটিকি হাঁটাচলা করছে। কিন্তু লেজ দোলাতেই সেখান থেকে আগুনের ঝলকানি দেখা গেল। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন তরুণ। দেরি না করে সেই ‘রহস্যময়’ সরীসৃপের কাণ্ড ক্যামেরাবন্দি করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্কেয়ারিকাউন্টার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দেওয়ালে হেঁটেচলে বেড়াচ্ছে একটি লম্বা টিকটিকি। মনের আনন্দে লেজ নাড়িয়ে চলেছে সে। কিন্তু লেজ নাড়ানোর সময় সেখান থেকে যেন আগুনের ঝলক দেখা যাচ্ছে।
লেজ নাড়ানো থামিয়ে দিলেই সেই ঝলক থেমে যাচ্ছে। আবার লেজ নাড়ালে সেই আলোর ঝলক দেখা যাচ্ছে। টিকটিকির লেজ থেকে ঠিকরে বেরোচ্ছে সেই আলো। সম্প্রতি এই ঘটনাটি কম্বোডিয়ায় ঘটেছে। সেখানকার এক তরুণ বাসিন্দা তাঁর বাড়ির পিছনে গিয়েছিলেন।
সেখানে দেওয়ালে গিয়ে এক টিকটিকির এমন ‘রহস্যময়’ কাণ্ড দেখলেন তরুণ। দেওয়াল বেয়ে সেই সময় আরও একটি টিকটিকি উঠছিল। বন্ধুর কাণ্ডকারখানা দেখে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় সে।