দুই সন্তানকে নিয়ে একেবারে নাকানিচোবানি খাচ্ছে একটি বিড়াল। খেলাধুলা করতেই ব্যস্ত রয়েছে বিড়ালছানারা। অন্য দিকে কড়া শাসনে তাদের বেঁধে রাখছে মা বিড়ালটি। স্লিপে চড়ে সেখান থেকে পিছলে নীচে নামার চেষ্টা করছিল এক বিড়ালছানা। তা দেখে সেই বিড়ালছানার ঘাড় ধরে স্লিপের উপর নিয়ে যাচ্ছিল মা বিড়ালটি।
আরও পড়ুন:
মা যখন তার এক ছানাকে শাসন করতে ব্যস্ত, তখন সেই ব্যস্ততার সুযোগ নিয়ে অবাধ্য হল অন্য এক ছানা। স্লিপ থেকে সরসর করে নীচে নেমে গেল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মিয়াওটেল্সডেলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়ালছানা স্লিপে চড়ে নীচে নামার চেষ্টা করছিল। তা দেখে সন্তানের ঘাড় ধরে তাকে আবার উপরে তুলে নিয়ে যায় তার মা। মাকে কাজে ব্যস্ত থাকতে দেখে সেই সুযোগ হাতছাড়া করল না অন্য বিড়ালছানা। মাঠ ফাঁকা পেয়ে সে স্লিপে চড়ে একেবারে নীচে নেমে পড়ল। দ্বিতীয় সন্তানের অবাধ্যতা সামাল দিতে পারল না মা বিড়াল। এক সন্তানকে শাসন করেই ক্ষান্ত দিতে হল তাকে।