Advertisement
E-Paper

২৪২ কোটি টাকার সেতু থেকে খেলনার মতো নাটবল্টু খুলে নিল খুদেরা! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই সমাজমাধ্যমে

একদল শিশুকে দেখা গিয়েছে নবনির্মিত সেতুর গা থেকে নাটবল্টু খুলে নিতে। প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে নবনির্মিত সেতুর নাটবল্টু আলগা করে দিয়ে বা খুলে নিয়ে সেখানে থেকে পালিয়ে যাচ্ছে শিশুগুলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৬:৩৩
children were stealing nuts and bolts

ছবি: সংগৃহীত।

নবনির্মিত উ়ড়ালপুলের নাটবল্টু খুলে নিতে দেখা গেল একদল খুদেকে। দিনের বেলাতেই বিহারের রাজধানী পটনার নতুন একটি উড়ালপুলের গা থেকে যন্ত্রাংশ খুলে নিয়ে চম্পট দিল নাবালকেরা। যানজট এড়াতে সম্প্রতি একটি দ্বিতল উড়ালপুল নির্মাণ করা হয়েছিল পটনায়। ১১ জুনই উদ্বোধন করা হয়েছে সেটি। সম্প্রতি এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে ক্যামেরাবন্দি করা হয়েছে দৃশ্যটি। সমাজমাধ্যমে প্রকাশিত হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘জেমসঅফবাবুস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে ঘটনাটি জনসাধারণের নিরাপত্তা এবং পরিকাঠামোর সুরক্ষার জন্য গুরুতর উদ্বেগ হতে চলেছে। উড়ালপুল দিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে নবনির্মিত সেতুর নাটবল্টু আলগা করে দিয়ে বা খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। পরে ক্যামেরায় সেতুর দেওয়ালের ক্ষতিগ্রস্ত অংশটি তুলে ধরা হয়। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। ভিডিয়োটি ইতিমধ্যে ১০ লক্ষ বার দেখা হয়েছে। ১০ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন এতে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কিছু দিন অপেক্ষা করুন, দেখবেন সেতুটিও চুরি হয়ে গিয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বিহারে আপনাকে স্বাগত।”

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অশোক রাজপথ করিডরের যানজট কমাতে ৪২২ কোটি টাকার এই দ্বিতল উড়ালপুল উদ্বোধন করেছেন। পটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সংযুক্ত করার জন্য এই উড়ানপুলটি তৈরি করা হয়েছে। ২.২ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরি করতে তিন বছর সময় লেগেছে। ভিডিয়োটি ভাইরাল হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করার খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Bihar patna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy