বিদেশে ঘুরতে গিয়েছিলেন তরুণী পর্যটক। নির্দিষ্ট দিনে বিমানের টিকিট বুক করেছিলেন তিনি। সময়মতো বিমানবন্দরে চলেও গিয়েছিলেন তরুণী। কিন্তু মালপত্রের ওজন মাপার সময় ঘটল বিপত্তি। নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজন হয়ে গিয়েছিল তাঁর ব্যাগের। তা নজরে পড়ে বিমান সংস্থার কর্মীদের। সে কথা তরুণীকে জানান তাঁরা। নিয়মমতো ব্যাগ থেকে কিছু মালপত্র বার করার অনুরোধ করা হয় তরুণীকে।
আরও পড়ুন:
তরুণী যদি কিছু মালপত্র বার করতে রাজি না থাকেন, তা হলে বাড়তি ওজনের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে বিমান সংস্থাকে। কিন্তু তরুণী কোনও কথাই শুনতে রাজি হননি। তিনি মালপত্রও বার করবেন না, অতিরিক্ত খরচ করতেও রাজি নন। কর্মীদের সঙ্গে বিমানবন্দরেই তর্ক জুড়ে দিলেন তিনি। শেষ পর্যন্ত বিমানবন্দরে শুয়ে হাত-পা ছুড়ে কান্নাকাটি করতে শুরু করেন তরুণী। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইয়োসিশাহবার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণী বিমানবন্দরের ভিতর শুয়ে হাত-পা ছুড়ছেন। কখনও বসে চিৎকার করছেন তিনি। তাঁকে শান্ত করার চেষ্টা করছেন বিমানবন্দরের কর্মীরা। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। অন্য যাত্রীরা দূর থেকে তরুণীর এই হাবভাব লক্ষ করছেন।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ৮ জুন ইটালির মিলান মালপেনসা বিমানবন্দরে ঘটেছে। ওই তরুণীর নাম-পরিচয় জানা না গেলেও জানা গিয়েছে যে, তরুণী পর্যটক চিনের বাসিন্দা। বেশি ওজনের মালপত্র নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন তিনি। কিন্তু ওজন পরীক্ষা করার পর বিমানবন্দরের কর্মীরা ওই তরুণীকে বাধা দেন। তাঁদের দাবি, বিমান সংস্থার নিয়মানুসারে ওই তরুণীকে তাঁর ব্যাগ থেকে কিছু বাড়তি মালপত্র বার করে দিতে হবে। অন্যথায় অতিরিক্ত টাকা দিতে হবে তরুণীকে।
আরও পড়ুন:
কোনও শর্তেই রাজি হলেন না তরুণী। ওই ব্যাগ নিয়ে তিনি বিমানে উঠবেন তা জানিয়ে জেদ করে বসে থাকেন তরুণী। শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিতর শুয়ে পড়েন তিনি। হাত-পা ছু়ড়ে কান্নাকাটি করতে থাকেন। কর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও কোনও লাভ হয় না। পরে তরুণীকে ছেড়েই বিমান রওনা হয়। পরে তরুণী শান্ত হলে তাঁর জন্য অন্য বিমানের টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গিয়েছে।