জঙ্গলের ভিতর একই এলাকায় ঘোরাফেরা করছিল একটি বাঘ এবং চিতাবাঘ। কিন্তু চিতাবাঘের উপস্থিতি মোটেও পছন্দ করল না বাঘটি। তাই আক্রমণ করার জন্য দৌড় দিল চিতাবাঘের পিছনে। বাঘের তাড়া খেয়ে গাছ থেকে শূন্যে লাফ দিল চিতাবাঘটি। তার পর পালিয়ে গিয়ে অন্য গাছের উঁচু ডালে উঠে পড়ল সে। চিতাবাঘের পিছনে দৌড়েও আর নাগাল পেল না বাঘ। মুখ ঘুরিয়ে অন্য দিকে হাঁটা লাগাল বাঘটি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লাল্লানগোয়াপেঞ্চ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গাছের উঁচু ডাল থেকে শূন্যে লাফ দিয়ে উঠল একটি চিতাবাঘ। নীচে নেমে আর অপেক্ষা করল না সে। দৌড়ে দৌড়ে অন্য গাছের উঁচু ডালে উঠে পড়ল চিতাবাঘটি। ক্যামেরার মুখ ঘোরাতেই দেখা গেল যে, একটি বিশাল বাঘ লাফ দিয়ে দৌড়ে যাচ্ছে চিতাবাঘের দিকে। সে-ও চিতাবাঘের পিছন পিছন গাছের ডাল ধরে উপরে উঠতে লাগল।
কিন্তু চিতাবাঘের পারদর্শিতার সঙ্গে পেরে উঠল না সে। কিছু দূর ওঠার পর আর নাগাল পেল না বাঘটি। তার পর লেজ দুলিয়ে ধীরে ধীরে গাছ থেকে নেমে পড়ল সে। গাছ থেকে নেমে জঙ্গলের অন্য দিকে হাঁটা দিল বাঘটি। চিতাবাঘটিও গাছের উঁচু ডালে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, সম্প্রতি এই ঘটনাটি মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যানে ঘটেছে। জঙ্গলে সাফারি করতে বেরিয়ে বাঘের চিতাবাঘকে তাড়া করার দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকেরা।