সবুজে ঘেরা পাহাড়। মেঘলা পরিবেশ। সাদা ঘোড়া চড়ে বেড়াচ্ছে চারদিকে। এমন দৃশ্য দেখে আর লোভ সামলাতে পারলেন না তরুণী। এমন মনোমুগ্ধকর পরিবেশে রিল বানানোর সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি। তাই সঙ্গীর হাতে মোবাইল ধরিয়ে নাচ করতে শুরু করলেন তিনি। তরুণীর নাচ দেখে তিতিবিরক্ত হয়ে গেল একটি ঘোড়া। পিছনের পা তুলে সজোরে তরুণীকে লাথি মারল সে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অফিসিয়াল_অভিনব’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী পাহাড়ের কোলে দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গি করে নাচ করছেন। কালো প্যান্টের উপর মানানসই লং শার্ট পরেছেন তিনি। তরুণী যেখানে নাচ করছেন, সেখানেই দু’টি ঘোড়া চড়ে বেড়াচ্ছে। কিন্তু সেই ঘোড়াই বিপদ ডাকল তরুণীর।
আরও পড়ুন:
তরুণী যখন নাচ করতে করতে রিল বানাতে ব্যস্ত, তখন ঘোড়াটি তরুণীর দিকে এগিয়ে যায়। ঘোড়াটিকে ও ভাবে এগিয়ে যেতে দেখে ভয় পেয়ে যান তরুণী। তিনি কিছু বুঝে ওঠার আগেই পিছনের দু’পা তুলে তরুণীকে সজোরে লাথি মারল ঘোড়াটি। ঘোড়ার লাথি খেয়ে দূরে ছিটকে গেলেন ওই তরুণী। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি সম্প্রতি নেপালের কুরি গ্রামে ঘটেছে। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সব জায়গায় গিয়ে রিল বানানোর নেশা! উপযুক্ত শাস্তি পেয়েছেন তরুণী।’’