সমাজে এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় যাঁরা মনোযোগ আকর্ষণ করতে এবং ভাইরাল হতে যে কোনও সীমা লঙ্ঘন করতে রাজি। এ বার সে রকমই এক যুগলের খোঁজ মিলল মধ্যপ্রদেশের গ্বালিয়রে। বিয়ের দিন ভাইরাল হতে চলন্ত গাড়ির উপরে চড়ে রিল বানালেন তাঁরা। এক জন গাড়ির ছাদে দাঁড়িয়ে বন বন করে তরোয়াল ঘোরালেন। অন্য জন গাড়ির বনেটে বসে হাত-পা ছুড়লেন। তবে পরিণতি হল করুণ। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে আটক করল পুলিশ। নবদম্পতির কেরামতি দেখানোর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যায়, রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলছে একটি গাড়ি। ফুল দিয়ে সাজানো সেই গাড়ির ছাদে বরের বেশে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর হাতে তরোয়াল। বন বন করে সেটি ঘোরাচ্ছেন তিনি। অন্য দিকে, কনের বেশে গাড়িটির বনেটে বসে রয়েছেন এক তরুণী। তিনি জনপ্রিয় বলিউড গানের কথার সঙ্গে ঠোঁট নাড়াচ্ছেন। হাত নাড়িয়ে নাচছেন। পাশ দিয়ে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি সংবাদমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। বিপজ্জনক ভাবে রিল বানানোর জন্য ওই দম্পতির নিন্দাও করতে দেখা গিয়েছে অনেককে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই ওই দম্পতির বিরুদ্ধে পদক্ষেপ করে গ্বালিয়রের ট্র্যাফিক পুলিশ। তাঁদের আটক করা হয়। ট্র্যাফিক আইন লঙ্ঘনের জন্য তাঁদের জরিমানাও করা হয় বলে খবর।