বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে ব্যস্ত রাস্তায় বেরিয়েছিলেন তরুণ। হঠাৎ গাড়ি নিয়ে কেরামতি দেখানোর শখ জাগল তাঁর। গাড়ির সামনের আসনে বসেছিলেন তিনি। হঠাৎই গাড়ির সামনের আসনের দরজা খুলে সেখানে দাঁড়িয়ে পড়লেন তিনি। তাঁর চালক বন্ধুও দুরন্ত গতিতে গাড়ি ছুটিয়ে নিয়ে চলেছেন। ওই ভাবে কিছু ক্ষণ যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। সেই তরুণও গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ গাড়ির সামনের দরজা খুলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি গত বুধবার দিল্লির উত্তমনগর এলাকায় ভোর সাড়ে ৬টা নাগাদ ঘটেছে। ব্যস্ত রাস্তায় বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে ‘স্টান্ট’ করছিলেন এক তরুণ।
গাড়ির সামনের আসনের দরজা খুলে সেখানে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর বন্ধুও গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ব্যস্ত রাস্তা ছেড়ে একটি গলিতে গাড়ি বাঁক নেয়। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। তরুণও গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। গাড়ির চালকও ছিটকে পড়ে যান তাঁর আসন থেকে।
যদিও দু’জনেই বরাতজোরে বেঁচে যান। পড়ে গিয়েও নিজেদের সামলে উঠে পড়েন তাঁরা। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই সমালোচনার শিকার হয়েছেন তরুণেরা। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ফাঁকা রাস্তা ছিল বলে খুব জোর বেঁচে গেলেন। কেরামতি দেখাতে গিয়ে না হলে যে কী অঘটন ঘটত!’’