খাঁচার ভিতরে বন্দি রয়েছে মস্ত বড় এক সিংহ। তাকে খেতে দিয়েছেন চিড়িয়াখানার এক কর্মী। কিন্তু খাবার দেওয়ার পরেই অবাক হয়ে খাঁচার সামনেই দাঁড়িয়ে পড়েন তিনি। তিনি দেখলেন, সিংহের খাবারে ভাগ বসাতে কোথা থেকে যেন দৌড়ে এল বিড়ালের দল। সিংহটিও আপত্তি জানাল না। সকলে একসঙ্গেই দুপুরের আহার সেরে ফেলল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গুডম্যানব্রোকার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খাঁচায় বন্দি একটি সিংহ আরাম করে বসে খাওয়াদাওয়া করছে। সিংহের চারপাশে ঘুরঘুর করছে চার-পাঁচটি বিড়াল। খাঁচাময় দৌড়ে বেড়াচ্ছে তারা। কখনও কখনও আবার সিংহের খাবারে ভাগ বসাচ্ছে তারা। পশুরাজও কোনও আপত্তি জানাচ্ছে না।
বিড়ালের দলের সঙ্গে মিলেমিশে দুপুরের ভোজন সেরে ফেলছে সে। এই ঘটনাটি তাইল্যান্ডের ফুকেতের একটি চিড়িয়াখানায় ঘটেছে। এই ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বিড়ালগুলির প্রাণে কোনও ভয় নেই। সিংহের সঙ্গে মনে হয় বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। তাই মিলেমিশে খাওয়াদাওয়া করছে সকলে।’’