জলাশয়ে মনের সুখে সাঁতার কেটে এ দিক-ও দিক যাচ্ছিল একটি হাঁস। দূর থেকে সেই হাঁসটিকে লক্ষ করে জলে ঝাঁপিয়ে পড়ল একটি কুকুর। জলে নেমে হাঁসটিকে তাড়া করতে শুরু করল সে। কিন্তু কুকুরটি খাবি খাওয়াল হাঁসটিকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইয়োর_আলফাকু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ে নেমে একটি হাঁসকে তাড়া করে যাচ্ছে এক কুকুর। কুকুরের হাত থেকে বাঁচার জন্য বার বার জলে ডুবসাঁতার দিয়ে অন্য দিকে চলে যাচ্ছে হাঁসটি। কুকুরটি তা লক্ষ রাখতে পারছে না। তার মনে হচ্ছে যে, জলের মধ্যে হাঁসটি হঠাৎ করে ‘উধাও’ হয়ে যাচ্ছে।
জলাশয়ের অন্য দিকে গিয়ে হাঁসটি মাথা তুললে আবার সে দিকে তাড়াতাড়ি সাঁতার কেটে যাচ্ছে পোষ্য কুকুর। বার বার এ ভাবে তাড়া করতে গিয়ে হাঁপিয়ে গেল কুকুর। এই ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কুকুরটিকে ভাল জব্দ করেছে হাঁসটি। জলে ঝাঁপ দিয়ে তাড়া করতে করতেই ক্লান্ত হয়ে পড়েছে সে।’’