একটি বিশাল হাতিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন তরুণ। হাতির ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছেন আরও এক ব্যক্তি। সরাসরি তাঁর দিকেই তাকিয়ে রয়েছে হাতিটি। হাতিকে দেখে হঠাৎ কোমর দুলিয়ে, হাত তুলে নাচ করতে শুরু করলেন তরুণ। কিছু ক্ষণ তরুণের দিকে তাকিয়ে মনের আনন্দে নাচ করতে শুরু করল হাতিটিও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের সামনে দাঁড়িয়ে তাঁকে নাচ করতে দেখছে একটি বিশাল হাতি। কিছু ক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তরুণের অঙ্গভঙ্গি লক্ষ করল সে। তার পর তরুণ যে ছন্দে তাঁর কোমর দোলাচ্ছিলেন, অবিকল সেই ছন্দেই কান নাড়িয়ে এবং শুঁড় দুলিয়ে নাচ করতে শুরু করে দিল হাতিটি।
হাতির নাচ দেখে সেখানে উপস্থিত সকলে বেজায় আনন্দ পান। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে হাতির নাচ দেখার পর সেই ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিটি কী মিষ্টি! ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল।’’