খাঁচার এক কোনায় গিয়ে বসেছিল ‘বনের রাজা’। সামনের দুই পা নীচে ঝুলিয়ে দিব্যি আরাম করছিল সে। হঠাৎ তার আরামে ব্যাঘাত ঘটল। সিংহের গায়ে গিয়ে পড়ল জলের ছিটে। সঙ্গে সঙ্গে বিরক্ত মুখে লাফিয়ে উঠে পড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘আলিখানএকেরিয়্যাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহকে স্নান করানো হচ্ছে। কিন্তু গায়ে জল লাগার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিরক্ত হল সে। খাঁচার ভিতর বন্দি রয়েছে সেই সিংহটি। খাঁচার এক কোণে পা ঝুলিয়ে বসেছিল সে। হঠাৎ এক ব্যক্তি জলের পাইপ তাক করে সিংহের গায়ে। জলের ছিটে গায়ে পড়তেই লাফিয়ে দাঁড়িয়ে পড়ল সিংহটি।
দেওয়ালের সঙ্গে নিজের শরীর সিঁটিয়ে ফেলল সে। তার পর সারা শরীর ভিজিয়ে দেওয়া হল সিংহের। স্নান করানোর সময় মুখের কাছে জল নিয়ে যেতেই বার বার ঘাড় ঘুরিয়ে ফেলছিল সে। স্নান যে বড় বিরক্তির কাজ তা পশুরাজের চোখেমুখেই ধরা পড়ল। ওই ব্যক্তিও পিছিয়ে যাওয়ার পাত্র ছিলেন না। ‘বনের রাজা’কে আপাদমস্তক স্নান করিয়ে তবেই ছাড়লেন।