হাতে লাল গোলাপ। চোখেমুখে সারল্য। ফুল বিক্রি করে সামান্য কিছু উপার্জন করবে বলে রাস্তায় গাড়ি দেখলেই ছুটে যাচ্ছিল কিশোরী। কিন্তু কিশোরীকে দেখে রেগে গেলেন এক অটোওয়ালা। কিশোরীর গালে চড় বসিয়ে সেখান থেকে অটো চালিয়ে চলে গেলেন তিনি। থাপ্পড় খেয়ে অপমানে-কষ্টে ভেঙে পড়ল কিশোরী। হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ল সে। সেই সময় সেখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ।
কিশোরীকে কাঁদতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়লেন তিনি। কান্না থামানোর শত চেষ্টা করলেও ব্যর্থ হলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাইড_উইথ_শিখর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাতে লাল গোলাপ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে হাপুস নয়নে কেঁদে চলেছে এক কিশোরী। কাঁদতে কাঁদতে রাস্তার ধারে বসে পড়ল সে। সেই সময় রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। কিশোরীকে রাস্তার ধারে বসে কাঁদতে দেখে বাইক থামিয়ে সেখানে দাঁড়িয়ে পড়েন তিনি।
অর্থ দিয়ে কিশোরীকে সাহায্য করতে চাইলেও মেয়েটি প্রথমে তরুণের দিকে ঘুরেও তাকায়নি। অঝোরে কেঁদে যাচ্ছিল সে। পরে কিশোরীর মাথায় হাত বুলিয়ে তার কাছ থেকে তরুণ জানতে পারেন যে, ফুল বিক্রি করতে একটি অটোর পিছনে ছুটছিল কিশোরী। বিরক্ত হয়ে কিশোরীকে চড় মেরে সেখান থেকে সরিয়ে দেন অটোচালক। মার খেয়ে কাঁদতে শুরু করে কিশোরী। তরুণ সেই কিশোরীর কাছ থেকে ফুলও কিনতে চান।
আরও পড়ুন:
কিন্তু কিশোরী এতই কষ্ট পেয়েছিল যে, তরুণকে ফুলও বিক্রি করেনি। পরে বাইকচালক আদর করে কিশোরীকে বলেন, ‘‘এ ভাবে গাড়ির পিছনে দৌড়ে আর ফুল বিক্রি কোরো না। যাঁরা কিনতে চাইবেন, তাঁরা স্বেচ্ছায় ফুল কিনবেন।’’ তরুণের কথা শুনে কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি জানায় কিশোরী। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে নেটাগরিকদের অধিকাংশ কিশোরীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘ঘটনাটি খুব মর্মস্পর্শী। কিশোরীকে দেখে মনখারাপ হয়ে গেল।’’