শিশুকন্যাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন এক তরুণী। গোরিলার খাঁচার সামনে খুদেকে নিয়ে যেতেই তরুণীর দিকে এগিয়ে এল গোরিলাটি। কোল থেকে সামান্য নামিয়ে গোরিলার সামনে শিশুর মুখটি তুলে ধরলেন তরুণী। গোরিলাটিও মুগ্ধ হয়ে শিশুটির দিকে তাকিয়েছিল। তার পর ঠোঁট এগিয়ে শিশুটির কপাল লক্ষ্য করে খাঁচার কাচের উপর চুমু এঁকে দিল গোরিলা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লাইফইনকলম্বাস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক শিশুকন্যার কপালে খাঁচার ও পার থেকে চুমু খাচ্ছে একটি বিশাল গোরিলা। একদৃষ্টে শিশুটির দিকে তাকিয়ে রয়েছে সে। আসলে, শিশুকন্যাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন এক তরুণী।
গোরিলার খাঁচার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। তরুণীর কোলে খুদেকে দেখে খাঁচার ধারে ছুটে গেল গোরিলাটি। কাচ দিয়ে চারদিক ঘেরা ছিল খাঁচাটির। কাচের সঙ্গে মুখ লাগিয়ে বাচ্চাটিকে একদৃষ্টে দেখছিল গোরিলাটি। তরুণীও তাঁর কন্যার মুখ তুলে ধরলেন গোরিলার কাছে। তা দেখে কাচের উপরেই শিশুর কপাল লক্ষ্য করে চুমু খেয়ে ফেলল খাঁচাবন্দি গোরিলা।