সারা দিন হেঁটেচলে ঘুরে বেড়াতে আর ভাল লাগে না। তাই বিনোদনের জন্য দোলনার উপর চড়ে বসল একটি মুরগি। দোলনার উপর ভাল করে চেপে বসে পড়ল সে। তার পর আগুপিছু করে নিজে নিজে দোল খেতে শুরু করল মুরগিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি মুরগি দোলনায় চড়ে বসেছে। দোলনায় বসে ক্রমাগত দোল খেয়ে যাচ্ছে সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, এই মুরগিটি এক ব্যক্তির পোষ্য। ভালবেসে পোষ্য মুরগিটির নাম ক্রিস্টিন রেখেছেন সেই ব্যক্তি।
তিনি নিজেই তাঁর পোষ্য মুরগির কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন। মুরগির মালিক ভিডিয়োটি পোস্ট করে জানান যে, তিনি হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন তাঁর পোষ্য মনের আনন্দে দোল খেয়ে চলেছে। অন্য কোনও কিছু নিয়ে হেলদোল নেই তার। ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজার ছলে লিখেছেন, ‘‘আহা, আমার জীবনও যদি এ রকম হত! সারা দিন কোনও কাজকর্ম করতে হত না। শুধু দোল খেয়ে কাটিয়ে দিতাম। দুনিয়ার চিন্তাও বয়ে বেড়াতে হত না।’’