জলাশয়ের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে ছিল একটি হেরন। শিকারের জন্য ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে। হঠাৎ জলের তলায় নড়ে উঠতে দেখল একটি সাপকে। মুহূর্তের মধ্যে ছোঁ মেরে সাপের মাথা কামড়ে ধরল হেরনটি। সাপটিও শিকারির হাত থেকে মুক্তি পেতে ছটফট করতে শুরু করল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘হ্যারিকলিন্সফোটোগ্রাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে জলের তলা থেকে এক ছোট্ট সাপের মাথা কামড়ে ধরে টেনে তুলছে একটি হেরন। কখনও মাথা, আবার কখনও সাপের ঘাড়ে কামড় বসাচ্ছে হেরনটি।
সাপটিও প্রাণরক্ষার জন্য ছটফট করে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত শিকারির কবল থেকে রেহাই পেল না সে। আস্ত সাপটিকে কামড়ে কামড়ে গলাধঃকরণ করল হেরনটি। এই পাখিটি গ্রেট ব্লু হেরন প্রজাতির। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ঘটনাটি ফ্লোরিডার কোনও এক জলাশয়ে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ধরনের দৃশ্যের সাক্ষী থাকতে পারাও সৌভাগ্যের ব্যাপার। সবই আসলে প্রকৃতির খেলা।’’