এক বাইকে সওয়ার তিন তরুণ। কারও মাথাতেই হেলমেট নেই। তার মধ্যেই তাঁরা বাইক ছোটাচ্ছেন দ্রুত গতিতে! বেপরোয়া গতির ফলও ভুগতে হল। গাড়ি এবং ট্রাকের মাঝখান দিয়ে যাওয়ার সময় ধাক্কা খেয়ে বাইক উল্টে পড়লেন তিন জনেই। যদিও আশ্চর্য ভাবে তিন জনেই রক্ষা পেয়েছেন। সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। সেই ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন এক তরুণ। পিছনে বসে আরও দু’জন। তিন জনের কারও মাথাতেই হেলমেট নেই । হঠাৎই পাশ কাটাতে গিয়ে বাইক নিয়ে একটি গাড়ি এবং ট্রাকের মাঝখানে বাইক নিয়ে ঢুকে পড়েন চালক। এর পরেই বিপত্তি বাধে। প্রথমে গাড়ির সঙ্গে এবং পরে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারান বাইকচালক তরুণ। বাইক-সহ তিন জনেই মুখ থুবড়ে পড়েন রাস্তায়। ট্র্যাকটি তাঁদের গা ঘেঁষে বেরিয়ে যায়। এর পর তিন জনেই মাটি থেকে উঠে দাঁড়ান। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি লক্ষাধিক বার দেখা হয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই বেপরোয়া ভাবে বাইক চালানোর জন্য ওই তিন তরুণের সমালোচনায় সরব হয়েছেন। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আশ্চর্যজনক ভাবে ওই তিন তরুণকে বেঁচে যেতে দেখে মজার মন্তব্যও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ ভাবে বাইক চালানো উচিত নয়। অন্যদেরও বিপদ ডেকে আনবে। এদের জন্য একটুও সহানুভূতি নেই । পুলিশের উচিত তিন জনকে শনাক্ত করে গ্রেফতার করা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অলৌকিক ঘটনা। ওই দিন মনে হয় যমরাজ ছুটিতে ছিলেন। আর তার জন্যই ওরা প্রাণে বেঁচেছে।’’