ইউরোপ সফরে গিয়েছেন এক তরুণ। ট্রেনে চেপে ইউরোপের এক শহর থেকে ভিন্ন শহরে যাতায়াত করছিলেন তিনি। কিন্তু ট্রেনে চড়ার পর অবাক হয়ে গেলেন তরুণ। তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল তাঁর। চার ঘণ্টা নাকি তৃষ্ণার্ত অবস্থায় বসেছিলেন তিনি। তার পর আর তেষ্টা সইতে না পেরে ট্রেনের ভিতর হাঁটাহাঁটি করতে শুরু করেন তরুণ। তখনই জলের সন্ধান পান। তরুণের দাবি, ইউরোপে ট্রেনে উঠে ‘সবচেয়ে দামি’ জলের বোতল কিনেছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘প্রতীক০৬জৈন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ হাতে জলের বোতল নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। ইউরোপে ট্রেনে চেপে ঘোরাঘুরি করছিলেন তিনি। ট্রেনে ওঠার আগে জলের বোতল কিনে ওঠেননি তরুণ। সফর চলাকালীন তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল তাঁর। চার ঘণ্টা জল পান না করে বসেছিলেন তিনি। পরে ট্রেনের ভিতর হাঁটতে শুরু করে দেন।
তখনই তিনি লক্ষ করেন যে, ট্রেনের ঠিক মাঝামাঝি জায়গায় একটি কেবিনে জলের বোতল বিক্রি করা হচ্ছে। সেখান থেকে একটি জলের বোতল কেনেন তরুণ। ৫ ইউরো (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫১২ টাকা) খরচ করে জল কেনেন তিনি। বোতলটি ধরে তরুণ জানান, ভারতীয় রেল পরিষেবার কথা মনে পড়লেই মনখারাপ হয়ে যাচ্ছে তাঁর।
আরও পড়ুন:
তরুণের কথায়, ‘‘ভারতে ট্রেনে যাতায়াতের সময় কেউ না কেউ জল বিক্রি করতে ওঠেন। এমনকি, খাবারও বিক্রি করতে লোকজন ওঠেন। কিন্তু ইউরোপের ট্রেনে সেই সুবিধা পাব কোথায়? ৫০০ টাকা দিয়ে একখানা জলের বোতল কিনলাম। আমার জীবনে পান করা সবচেয়ে দামি জল।’’ ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ইউরোপ ঘুরতে গিয়ে আমি যে বাইরে থেকে একটাও জলের বোতল কিনিনি, এখন মনে হয়ে সেটাই আমার কৃতিত্ব।’’