বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে শ্রীনগরে যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে ইন্ডিগোর একটি বিমান। প্রবল দুর্যোগের মুখে পড়ে নাক ভাঙে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমানটির। সংবাদমাধ্যমসূত্রে খবর, শ্রীনগরে অবতরণের ঠিক আগেই প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির আঘাতে বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায়। ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে প্রবল ভাবে দুলতে থাকে বিমানটি। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের ভিতরে আতঙ্কিত যাত্রীদের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে মাঝ-আকাশে প্রবল ভাবে ঝাঁকুনি খেয়ে দুলছে বিমানটি। থরথর করে কাঁপছে বসার আসনগুলি। এই ঘটনায় বিমানের প্রায় ২০০ যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। কারণ ঝাঁকুনি এতটাই তীব্র ছিল যে তাঁরা আশঙ্কা করেন হয়তো বিমান অবতরণ করতে পারবে না। আসন আঁকড়ে তাঁরা বসেছিলেন। প্রাণভয়ে যাত্রীদের অনেকে ঈশ্বরের নাম জপ করতে থাকেন। অনেকে আবার কী ঘটেছে তা বুঝতে না পেরে চিৎকার করতে শুরু করেন। বিমানের প্রবল দোলুনিতে ভয় পেয়ে শিশুরা তারস্বরে কেঁদে ওঠে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাতাস এবং শিলাবৃষ্টির দাপটে নাকভাঙা অবস্থায় বিমানটিকে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানচালক জানিয়েছেন তিনি ৪১ বছর বিমান চালাচ্ছেন, এমন অভিজ্ঞতা তাঁরও কখনও হয়নি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভিডিয়োটি ‘আইঅ্যামসামিউল্লাহ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, তিনিও সেই বিমানে ছিলেন বলে দাবি করেছেন। বুধবার রাতে পোস্ট করা এই ভিডিয়োটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় দেড় লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর লাইক, কমেন্টও জমা পড়েছে এই ভিডিয়োয়।