মলত্যাগের পর কোন পশুর নিতম্বের গন্ধ কেমন হয়? সেই আঘ্রাণ নিতে চান? চলে যেতে হবে জাপানের কোবের আতোয়া অ্যাকোয়ারিয়ামে। অবিশ্বাস্য মনে হলেও এ কথা সত্যি। দর্শনার্থীদের অদ্ভুত অভিজ্ঞতা দেওয়ার জন্য জনপ্রিয় সেই জাদুঘরটি। মলত্যাগের পর কোন প্রাণীর নিতম্বের গন্ধ কেমন, তা যদি কেউ শুঁকতে চান, তার ‘সুবিধা’ রয়েছে সেখানে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিভিন্ন প্রাণীর নিতম্বের ছবি বা মূর্তি বসানো রয়েছে জাপানের জাদুঘরে। সেই ছবির বিশেষ একটি জায়গা চিহ্নিত করা রয়েছে। সেখানে নাক রাখলেই ওই প্রাণীর নিতম্বের ঘ্রাণ নিতে পারেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার ওই জায়গায় আঙুল ঘষে সেই ঘ্রাণ নিচ্ছেন। এক তরুণীকে বাঘের নিতম্বের ঘ্রাণ নেওয়ার পর নাক-মুখ কুঁচকে মাটিতে বসে পড়তে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো ‘উইরোড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৮ মে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। শুধু লাইকই পড়েছে আড়াই লক্ষ। কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখার পর নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে জানিয়েছেন যে তাঁরা ঘৃণাবোধ করছেন। বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ কেমন অদ্ভুত কাণ্ড! আমাকে অনেক টাকা দিলেও ওই অভিজ্ঞতা সঞ্চয় করতে যাব না।’’