ক্লাসরুমে ঘুরে বেড়াচ্ছে ২০ ফুট লম্বা শঙ্খচূড়। আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে পড়ুয়ারা। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতি জেলার রায়গড়া ব্লকে অবস্থিত এসএসডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষের দাবি, বেশ কয়েক দিন ধরেই স্কুলপ্রাঙ্গণে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল সাপটিকে। কিন্তু কয়েক দিন আগে সেটি ষষ্ঠ শ্রেণির ক্লাসরুমে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ভয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় তারা। শ্রেণিকক্ষের দরজাও বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় বিশাল সাপটিকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ক্লাসরুমে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার একটি শঙ্খচূড়। উদ্ধারকর্মীরা তার লেজ ধরে সেখান থেকে বার করার চেষ্টা করলে রেগে গর্জন করতে থাকে সে। সাপটিকে বাইরে বার করতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। এর পর ক্লাসরুমের বাইরে নিয়ে গিয়ে বস্তাবন্দি করা হয় সাপটিকে। বিশাল শঙ্খচূড়কে দেখতে স্কুলপ্রাঙ্গণে স্থানীয়দের ভিড় জমে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে আসা হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কেনিউজ় ওড়িশা’ নামে সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন ভয় পেয়েছেন, তেমনই পড়ুয়াদের উদ্বেগের কথা উল্লেখ করে আতঙ্কও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘বাপরে, কী বড় সাপ! প্রচণ্ড ভয় পেলাম।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, শঙ্খচূড় বিশ্বের অন্যতম বিষাক্ত সাপের মধ্যে একটি। এর বিষে নিউরোটক্সিন থাকে। এই সাপের কামড়ে হৃৎস্পন্দন থেমে যেতে পারে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে। নিজেদের খিদে মেটাতে অন্য সাপদেরও খেয়ে থাকে শঙ্খচূড়।