Advertisement
E-Paper

গাড়ি কেনার পুরো টাকা নেই, বিক্রেতাকে সঙ্গম করে ‘পুষিয়ে নিতে’ বললেন মহিলা, আপত্তি করলেন না স্বামীও

গত ২১ এপ্রিল একটি নামী সংস্থার বিলাসবহুল গাড়ি পুনর্বিক্রয়ের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন বব নামের এক যুবক। দাম ধার্য করেছিলেন ১৮,০০০ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা)। এর পরেই এক মহিলা ববের সঙ্গে যোগাযোগ করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১০:১৩
Malaysian car dealer claims a woman offered him intimacy in exchange of Price Shortfall

—প্রতীকী ছবি।

একটি ব্যবহৃত বিলাসবহুল গাড়ি পুনর্বিক্রয়ের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন পুরনো গাড়ি নিয়ে ব্যবসা করা মালয়েশিয়ার এক যুবক। কেনার প্রস্তাব এল এক মহিলার কাছ থেকে। কিন্তু প্রস্তাব শুনে হতবাক হয়ে গেলেন বব নামের ওই গাড়ি ব্যবসায়ী। গাড়ি কেনার জন্য কী প্রস্তাব এসেছিল ওই মহিলার তরফ থেকে? সমাজমাধ্যমে সে কথা জানিয়েছেন বব নিজেই। সংবাদমাধ্যমে সেই খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরাও।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বব জানিয়েছেন যে, গত ২১ এপ্রিল একটি নামী সংস্থার বিলাসবহুল গাড়ি পুনর্বিক্রয়ের জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। দাম ধার্য করেছিলেন ১৮,০০০ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা)। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এর পরেই এক মহিলা ববের সঙ্গে যোগাযোগ করেন। জানান, গাড়িটি কিনতে ইচ্ছুক তিনি। কিন্তু তাঁর কাছে পুরো টাকা নেই। ১১ হাজার রিঙ্গিত (ভারতীয় মুদ্রায় দু’লক্ষের কিছু বেশি টাকা) তিনি দিতে পারবেন। বাকি ৭,০০০ রিঙ্গিত (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা)-এর বদলে বব চাইলে তাঁর সঙ্গে সঙ্গম করতে পারেন।

ববের দাবি, মহিলার ওই প্রস্তাব শুনে চমকে যান তিনি। সাফ জানিয়ে দেন, তিনি ওই প্রস্তাবে রাজি নন। তখন নাকি ওই মহিলা নাছোড়বান্দা হয়ে পড়েন। তিনি একাধিক বার ফোন করেন ববকে। জানান, তাঁর স্বামী ওই চুক্তি সম্পর্কে জানেন এবং তাঁর এতে কোনও আপত্তি নেই। তবে তা সত্ত্বেও রাজি হননি বব। এর পরেই তিনি অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

বব সমাজমাধ্যমে জানিয়েছেন, গাড়িটি অবশ্যই বিক্রি করতে চান। কিন্তু তার জন্য নীতি জলাঞ্জলি দিতে রাজি নন। তাঁর কথায়, ‘‘টাকার বিনিময়ে মহিলাদের সম্ভ্রম কেনা যায় না।’’ ববের পোস্ট নিয়ে সমাজমাধ্যমে হইচই পড়েছে। ববের পোস্ট পড়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে যেমন ববের সিদ্ধান্তের প্রশংসা করেছেন, তেমনই অনেকে আবার ওই মহিলা এবং তাঁর স্বামীর নিন্দায় সরব হয়েছেন।

Bizarre Incident Bizarre News Car Malayasia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy