জঙ্গলের ভিতর দিয়ে লেজ দুলিয়ে দুলিয়ে অন্যমনস্ক ভাবে হেঁটে যাচ্ছিল এক সিংহশাবক। ঝোপের আড়াল থেকে তার দিকে লক্ষ রাখছিল পশুরাজ। সুযোগ পেতেই সন্তানের উপর এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল সিংহটি। বাবার কাণ্ডে ভয় পেয়ে গেল শাবকটি। লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে গেল সে। বাবাকে শাসন করতে সিংহের মুখে থাবাও বসিয়ে দিল সিংহের সন্তান। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডফ্রিলায়ন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক সিংহশাবকের উপর আড়াল থেকে ঝাঁপিয়ে পড়ল বিশাল একটি সিংহ। ভয় পেয়ে লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে গেল শাবকটি। তাকে ভয় পাওয়ানোর ‘শাস্তি’ দিতে সিংহের মুখে থাবাও বসিয়ে দিল সে।
আরও পড়ুন:
এই ঘটনাটি তানজ়ানিয়ার সেরেঙ্গেটি জাতীয় উদ্যানে ঘটেছে। জঙ্গলের ভিতর দিয়ে আকাশ-বাতাস ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছিল সিংহশাবকটি। ঝোপের আ়ড়ালে লুকিয়ে ছিল একটি সিংহ। সন্তানকে ভয় পাওয়ানোর ফন্দি এঁটেছিল সে।
সুযোগ পেয়ে সন্তানের উপর ঝাঁপিয়ে পড়ল সিংহটি। হঠাৎ বাবাকে দেখে ভয় পেয়ে চমকে উঠল সিংহশাবকটি। বাবার উপর ভীষণ রেগে গেল সে। সিংহের মুখে থাবা বসিয়ে ‘শাসন’ও করে দিল সিংহের শাবক। সন্তানকে ভয় পাইয়ে বেজায় আনন্দ পেল পশুরাজ। রাগে, অভিমানে বাবাকে পিছনে ফেলেই অন্য দিকে হাঁটা দিল শাবকটি।