ঝড়ের গতিতে ছুটে চলেছে মেট্রো। যাত্রীদের আসন সব ভর্তি। কয়েক জন যাত্রী আবার দাঁড়িয়েও রয়েছেন। কিন্তু সেই মেট্রো সফরের মাঝেই কসরত করতে শুরু করলেন এক তরুণ। মেট্রোর কামরার মেঝের উপর শুয়ে পড়লেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চলন্ত মেট্রোর কামরায় মেঝের উপর শুয়ে পড়েছেন এক তরুণ। তার পর হাতে ভর দিয়ে আবার লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ছেন তিনি। মেট্রোর ভিতরেই ‘পুশআপ’ করে শরীরচর্চা করছেন ওই তরুণ।
ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, দিল্লির মেট্রোয় এই ঘটনাটি ঘটেছে। তরুণের নামপরিচয় অবশ্য জানা যায়নি। তরুণের কাণ্ড দেখে তা ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছা়ড়া করেননি এক যাত্রী। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘জিমে গিয়ে শরীরচর্চা করার সময় নেই তরুণের। তাই মেট্রোর ভিতরেই পুশআপ করে ফেলছেন তিনি।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘তরুণ নিশ্চয়ই রিল বানাচ্ছিলেন। মেট্রো কি তাঁর জিমখানা নাকি!’’