বাসের পিছনের দরজার মুখে দাঁড়িয়ে ছিলেন এক তরুণ। বাসে অন্য কোনও যাত্রী প্রায় নেই বললেই চলে। ফাঁকা বাসের সুযোগ নিলেন তরুণ। বাস কন্ডাক্টরের মোবাইল চুরি করে চটপট বাস থেকে নেমে পড়লেন তিনি। তরুণের কাণ্ড ঘুণাক্ষরে টেরও পেলেন না কন্ডাক্টর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় ফুটে উঠেছে একটি বাসের ভিতর লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ। কিন্তু কবে এবং কোথায় সেই ঘটনাটি ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাসের পিছনের আসনে বসেছিলেন কন্ডাক্টর। পাশের আসনে তাঁর ব্যাগ রাখা। ব্যাগের সামনের পকেট থেকে উঁকি মারছে কন্ডাক্টরের মোবাইল। দূর থেকে তা লক্ষ করেছিলেন এক তরুণ। কন্ডাক্টর যখন অন্যমনস্ক ভাবে সামনে তাকিয়েছিলেন, তখন অতি সাবধানে ব্যাগের পকেট থেকে ফোনটি তুলে নিলেন তরুণ। তার পর বাস থেকে ফোন চুরি করে নেমে গেলেন তিনি। তরুণের কাণ্ড ঘুণাক্ষরেও টের পেলেন না বাসের কন্ডাক্টর। সেই ফাঁকে বাসে অন্য যাত্রীও উঠে পড়লেন। তার পরেও বসে থাকতে দেখা গেল কন্ডাক্টরকে।