এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে বেড়াচ্ছিল একটি বাঁদর। হঠাৎ এক তরুণীর ব্যাগের দিকে নজর পড়ল তার। কাগজের বান্ডিল দেখে চোখ ধাঁধিয়ে গেল বাঁদরটির। এক লাফে তরুণীর ব্যাগ থেকে টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে উঁচু ছাদে গিয়ে বসে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ব্রিজবাসীবালক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাঁদর উঁচু ছাদে পা মুড়ে বসে রয়েছে। তার দু’হাত ভর্তি টাকা। টাকার বান্ডিল থেকে নোট বার করার চেষ্টা করছে সে। কখনও কখনও আবার নোটে কামড়ও বসাচ্ছে বাঁদরটি।
এই ঘটনাটি সম্প্রতি উত্তরপ্রদেশের বৃন্দাবনে ঘটেছে। আসলে, এক তরুণীর ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের মোটা বান্ডিল ছিনিয়ে নিয়ে ছাদের উপর গিয়ে বসে পড়ে বাঁদরটি। সেই বান্ডিলে মোট ১০ হাজার টাকা ছিল বলে জানা যায়। বাঁদরের কীর্তি দেখতে রাস্তায় লোকজন ভিড় জমাতে শুরু করেন।
এক ব্যক্তি ফলের রসের একটি প্যাকেট বাঁদরটির দিকে ছুড়তে থাকেন। বার কয়েকের চেষ্টার পর প্যাকেটটি লুফে নেয় ওই বাঁদর। ‘ঘুষ’ পেয়ে মন ভাল হয়ে যায় ‘চোরের’। তার পর নোটের বান্ডিলটি রাস্তায় ছুড়ে ফেলে দেয় সে।