চারদিকে সবুজ পাহাড়ের মনোরম সৌন্দর্য উপভোগ করতে দক্ষিণ ভারতে গিয়েছিলেন পর্যটক। ঘোরাফেরা করার সময় কোনও কারণে ব্যাগ থেকে টাকার বান্ডিল বার করেছিলেন তিনি। ৫০০ টাকার একতাড়া নোট রবার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছিলেন তিনি। কিন্তু সেই বান্ডিলের দিকে নজর পড়ে এক বাঁদরের।
সুযোগ বুঝে পর্যটকের হাত থেকে নোটের বান্ডিল ছিনিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়ে সে। তার পর গাছের ডালে বসে ৫০০ টাকার নোটগুলি ওড়াতে শুরু করে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অটোকবীর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নোটের মোটা বান্ডিল নিয়ে গাছের উঁচু ডালে বসে রয়েছে একটি বাঁদর। রবার ব্যান্ড দিয়ে বাঁধা নোটের বান্ডিল থেকে এক একটি নোট বার করে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে সে।
নোট ওড়াতে ওড়াতে পিছনে ঘুরে বসে গেল বাঁদরটি। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, সম্প্রতি এই ঘটনাটি তামিলনাড়ুর কোদাইকানালে ঘটেছে। কর্ণাটকের এক বাসিন্দা সেখানকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুনা গুহায় ঘুরতে গিয়েছিলেন। কোনও কারণে ৫০০ টাকার নোটের মোটা বান্ডিল পকেট থেকে বার করেছিলেন তিনি।
আরও পড়ুন:
সুযোগ বুঝে পর্যটকের হাত থেকে নোটের বান্ডিল ‘চুরি’ করে গাছের ডালে চড়ে বসে বাঁদরটি। তার পর বান্ডিল থেকে এক এক করে ৫০০ টাকার নোট বার করে হাওয়ায় উড়িয়ে দিতে শুরু করে সে। বাঁদরের টাকার ‘বৃষ্টি ঝরানো’র এই ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন প্রত্যক্ষদর্শীদের একাংশ।