পরিবার নিয়ে খাঁচার ভিতর একটি উঁচু পাথরের উপর বসেছিল মা শিম্পাঞ্জি। কিন্তু খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের দেখে অবাধ্যতা শুরু করল তার সন্তান। খাঁচার ভিতর থেকে পর্যটকদের লক্ষ্য করে পাথর ছুড়তে লাগল সে। যেমন কর্ম, তার তেমন ফল। পর্যটকদের সামনেই সন্তানকে লাঠি দিয়ে মেরে উচিত শিক্ষা দিল মা শিম্পাঞ্জি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ক্রেজ়ি ক্লিপ্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কোনও এক চিড়িয়াখানায় শিম্পাঞ্জির খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছেন পর্যটকেরা। তাঁদের দিকে অনবরত পাথর ছুড়ে যাচ্ছে একটি শিম্পাঞ্জি। তার সঙ্গীরা অবশ্য নিজের নিজের কাজে ব্যস্ত।
পর্যটকদের নিয়ে কোনও মাথাব্যথা নেই তাদের। কিন্তু একটি শিম্পাঞ্জিই কেবল উত্ত্যক্ত করে চলেছে পর্যটকদের। সন্তানের এই কাণ্ড নজরে পড়ে তার মায়ের। খাঁচার ভিতর থেকে কোনও গাছের ডাল অথবা লাঠি জোগাড় করে সে। তার পর সন্তানের পিঠে দিতে শুরু করে একের পর এক ঘা। এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি এক প্রত্যক্ষদর্শী। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই হাসির বন্যা বয়ে যেতে শুরু করে। এক জন মজা করে লিখেছেন, ‘‘সব মায়েরাই সমান। দুষ্টুমি করলে মায়েদের হাত থেকে নিস্তার নেই।’’