Advertisement
E-Paper

একহাঁটু ঘোলা জল, ভেসে বেড়াচ্ছে আবর্জনা, প্লাস্টিক, ‘নরকে’ দাঁড়িয়ে ওয়াঘায় কুচকাওয়াজ পাক সেনার!

ওয়াঘা সীমান্তে জমে রয়েছে ঘোলা জল। তাতে ভেসে বেড়াচ্ছে প্লাস্টিকের ব্যাগভর্তি আবর্জনাও। পতাকা নামানোর আগে সেই জমা নোংরা জলে দাঁড়িয়ে অনুষ্ঠানের মহড়া চালাচ্ছেন পাকিস্তানি রেঞ্জার্সেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৫:৩০
Pakistani soldiers were seen at Wagah border amid floating garbage

ছবি: সংগৃহীত।

নোংরা জল থইথই করছে ওয়াঘা সীমান্তে। জলে ভেসে রয়েছে আবর্জনা। প্লাস্টিক, বস্তা ডাঁই হয়ে রয়েছে এখানে-ওখানে। তার মাঝেই চলছে পাকিস্তানি সেনাবাহিনীর কুচকাওয়াজের প্রস্তুতি। একহাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন পাকিস্তানের রেঞ্জার্সেরা। উল্টো দিকে ভারতের অটারী সীমান্ত শুকনো খটখটে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় ওয়াঘা-অটারী সীমান্তে ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানের দৃশ্যটি ধরা পড়েছে। রাস্তায় জমে রয়েছে ঘোলা জল। তাতে ভেসে বেড়াচ্ছে প্লাস্টিকের ব্যাগভর্তি আবর্জনাও। পতাকা নামানোর আগে সেই জমা নোংরা জলে দাঁড়িয়ে অনুষ্ঠানের মহড়া চালাচ্ছেন পাকিস্তানি রেঞ্জার্সেরা। হাঁটুজলে দাঁড়িয়ে তাঁদের মধ্যে এক জন তালি বাজিয়ে সৈন্যদের মনোবল বাড়িয়ে তোলার চেষ্টাও করছেন। ‘ফজ়ল আফগান’ নামের হ্যান্ডল থেকে এক্স সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করে পোস্টদাতা লিখেছেন, ‘‘পাকিস্তানি রেঞ্জার্স বন্যার জল এবং আবর্জনার মধ্যে অনুষ্ঠান করছে। অন্য দিকে ভারতীয় সীমান্তটি পরিষ্কার এবং শুকনো!’’

ভিডিয়ো দেখে প্রচুর প্রতিক্রিয়া দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তাঁরা লিখেছেন, ভারতের সঙ্গে পরিকাঠামোর কত তফাত এই ভিডিয়োটিই প্রমাণ করে দিয়েছে। ভারতের সীমান্ত যখন শুকনো ও পরিচ্ছন্ন তখন কয়েক হাত দূরে পাকিস্তানের বেহাল অবস্থা। গত ২৬ জুন থেকে পাকিস্তান জুড়ে অবিরাম বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় কমপক্ষে ৮০২ জন নিহত এবং ১ হাজার ৮৮ জন আহত হয়েছেন। বন্যার কারণে পঞ্জাব রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দেড় লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

Pakistan Wagah Heavy Rain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy