ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে চিনের মাটিতে। ঝোড়ো হাওয়ার তীব্র দাপট প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে পথচারীদের। কেউ হাওয়ার দাপটে ছিটকে যাচ্ছেন। কেউ আবার দাঁড়াতেই পারছেন না। রাস্তায় হামাগুড়ি দিয়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন তাঁরা। এমনই ভয় ধরানো একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভোলকাহোলিক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঝোড়ো হাওয়ায় নিজেদের সামলে রাখতে পারছেন না স্থানীয়েরা। হাওয়া তাঁদের কার্যত উড়িয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন। হাওয়ার চোটে বসে থেকেও ছিটকে পড়ছেন অনেকে। কেউ কেউ আবার ঠিকমতো হাঁটতেও পারছেন না।
রাস্তায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সাহায্য করতে এক জন অপরকে ধরাধরি করে সারি বেঁধে ঝোড়ো হাওয়ার বিপরীত দিকে হেঁটে যাচ্ছেন। রবিবার চিনের দক্ষিণাংশে ‘উইফা’ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর এই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা জারি হওয়ার পর সেখান থেকে ৬ লক্ষ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ২৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।