মালকিনের সঙ্গে প্রতিবেশীর বাড়ি গিয়েছিল পোষ্য বিড়াল। কিন্তু প্রতিবেশীর বাড়ি থেকে আর ফেরার নাম নেই তার। জেদ ধরে সিঁড়ির রেলিং ধরে বসে রয়েছে সে। মালকিন তাকে টেনেহিঁচড়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিড়ালের জেদের সঙ্গে পেরে উঠলেন না তিনি। আসলে, প্রতিবেশীর বাড়িতেও এক পোষ্য বিড়াল রয়েছে। সেখানে গিয়ে খেলার সঙ্গী হয়ে গিয়েছে দু’টি বিড়াল। তাই সঙ্গীকে ছেড়ে মালকিনের সঙ্গে যেতে চাইছে না বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘কাডলিক্যাট্সডেলি_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল তার সামনের দুই পা দিয়ে সিঁড়িঘরের রেলিং আঁকড়ে বসে রয়েছে। কোনও ভাবেই তাকে বাড়ি নিয়ে যেতে পারছেন না তরুণী মালকিন। প্রতিবেশীর বাড়িতে পোষ্য বিড়ালটিকে নিয়ে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি।
তাঁর গল্প শেষ হয়ে গেলেও প্রতিবেশীর বাড়ি থেকে যেতে চাইছে না পোষ্যটি। আসলে, প্রতিবেশীর বাড়িতেও একটি পোষ্য বিড়াল রয়েছে। তার সঙ্গে খেলাধুলায় মেতেছিল বিড়ালটি। এখন সঙ্গীকে ছেড়ে বাড়ি ফিরতে চাইছে না সে। বিড়ালটি রেলিং ছেড়ে তাড়াতাড়ি প্রতিবেশীর বাড়ির দিকে দৌড়নোর চেষ্টা করে। সুযোগ পেয়ে বিড়ালটির ঘাড় ধরে তাকে টেনে নিয়ে যেতে চান তরুণী। কিন্তু বিড়ালটি আবার রেলিং ধরে নেয়। প্রতিবেশীর সন্তানেরাও বিড়ালটিকে সরানোর চেষ্টা করে। কিন্তু তারাও সেই কঠিন কাজ সফল করতে ব্যর্থ হয়ে যায়।